পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঢাকায় ঢুকতে ব্যাপক তল্লাশি

ছবি
  বিএনপির শনিবারের মহাসমাবেশ সামনে রেখে ঢাকায় প্রবেশের সড়ক–মহাসড়কে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেলসহ  সব ধরনের যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঢাকায় কেন আসছেন, তার কারণ ব্যাখ্যাসহ কাগজপত্র দেখতে চায় তারা। যানবাহনে কী বহন করা হচ্ছে, তা–ও পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা মানিব্যাগ ও ব্যাগে কী আছে তা–ও পরীক্ষা করে তারা। ঢাকার আবদুল্লাহপুর মোড়ে র‍্যাবের তল্লাশিচৌকি। তল্লাশি করা হচ্ছে গাড়ি ও যাত্রীদের ব্যাগ। বিকেল সাড়ে চারটায় রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার ধউর বেড়িবাঁধ মোড়ে পুলিশের তল্লাশি। মোটরসাইকেল থামিয়ে ব্যাগ পরীক্ষা করছে তারা। বেলা সাড়ে তিনটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ। বিকেল সাড়ে চারটায় ঢাকাগামী মাইক্রোবাসে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। দুপুর ১২টায় সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়...

বিএনপির নেতা-কর্মীদের বাধা দিতে সাভারে লাঠি হাতে যুবলীগের অবস্থান

ছবি
  যুবলীগের নেতা-কর্মীরা সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্যান্ডেল তৈরি করে লাঠি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন। শুক্রবার সকালে ছবি: সংগৃহীত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার সকালে সাভার থানা, আশুলিয়া থানা ও সাভার পৌর যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা একই এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনের পাশে ছোট আকৃতির প্যান্ডেলে লাঠি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ঢাকায় তাঁদের শনিবারের মহাসমাবেশে নেতা-কর্মীদের যেতে বাধা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সাভারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আটক-গ্রেপ্তারের ভয়ে আমাদের নেতা-কর্মীরা বাসাতেই থাকতে পারছেন না। আমার বাসায় প্রায় প্রতিদিনই আমাকে খুঁজতে পুলিশ যাচ্ছে। নেতা-কর্মীদের আটক করে আগের বিভিন্ন মামলায় জড়িত না থাকা সত্ত্বেও আসামি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা যখনই দলীয় কর্মসূচি পালন করতে যাই, পুলিশ বাধা দেয়। প্যান্ডেল ভেঙে দেয়। গত এক মাসে অর্ধশতাধিক নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কালকের কর্মস...

রিকশায় উল্টা পথে আসা মিছিলকারীদের পুলিশের ধাওয়া

ছবি
  রিকশায় চড়ে স্লোগান দিয়ে আসতে থাকা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। আজ শুক্রবার রাতে রাজধানীর নয়াপল্টনে ছবি: প্রথম আলো রাজধানীর নয়াপল্টনে রিকশায় চড়ে উল্টো পথে মিছিল-স্লোগান দিতে দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা। সেই মিছিল ধাওয়া দিয়ে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন এলাকার নাইটিংগেল মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে উল্টা পথে একটি মিছিল আসছিল।  ২৫-৩০টি রিকশায় করে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে এগোচ্ছিলে এতে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাস্তা বন্ধ করে দিয়ে কার্যালয়ের দিকে এগিয়ে আসা ওই মিছিলের দিকে বাঁশি বাজিয়ে এগিয়ে যান পুলিশ সদস্যরা। তারা মিছিলটিকে আবার নাইটিংগেল মোড়ের দিকেই ফিরিয়ে দেন। এর পরেই পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায় রাস্তা বন্ধ করে দিয়ে মিছিলকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোতে থাকেন। এ সময় নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে মিছিল-স্লোগান দিতে থাকেন। পরে অবশ্য পুলিশ সেদিকে আর এগোয়নি। বিএ...

আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি, জামায়াতকে নয়

ছবি
আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। আজ শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাত ৮টার দিকে প্রথম আলোকে বলেছেন, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণাটি দিয়েছিল ১৮ অক্টোবর। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিএনপি মহাসমাবেশের ঘোষণার তিন দিনের মাথায় ২১ অক্টোবর পুলিশক...

বিএনপির মহাসমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে, সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না

ছবি
বিএনপির মহাসমাব বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে, সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ২২ বিএনপির চাওয়া অনুযায়ী আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে একই সঙ্গে এ কর্মসূচি পালনে দলটিকে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। একই দিন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরেও সমানসংখ্যক শর্ত দেওয়া হয়েছে। দুই দলকেই দুপুর ১২টার আগে সমাবেশস্থলে নেতাকর্মীদের জমায়েত না করতে বলা হয়েছে। দুই পক্ষের সমাবেশ ও মহাসমাবেশ বেলা ২টায় শুরু করে বিকেল ৫টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। বিএনপিকে দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত হচ্ছে, আদালতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সমাবেশে বক্তব্য প্রদান বা তাঁর কোনো বক্তব্য সমাবেশে প্রচার করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত। দেড় যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে তিনি লন্ডনে বসবাস করে...

সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি তলিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি
  সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি তলিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, তাই সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি তলিয়ে যাবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর খামারবাড়ীতে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবিটি সংগৃহীত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর খামারবাড়ীতে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ ছিল না। তবে বিএনপি সরকারের সময় এ অসাম্প্রদায়িক চর্চা বন্ধ হয়ে গিয়েছিল।   তিনি বলেন, হাজার বছর পেছনে ফিরে গেলে আমরা দেখব যে হিন্দু-মুসলমান মিলে ছিল আমাদের বাঙালি সমাজ। তখন হিন্দুদের পূজায়, মুসলমানদের ঈদে আমরা সবাই সবার উৎসবে যেতাম। সবাই সবার আনন্দে ভাগীদার হতাম। মাঝখানে যখন আমাদের সরকার ছিলনা, তখন এ চর্চা, এই সংস্কৃতিটা হারিয়ে গেল। পরে আবারও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করছেন। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে বাংলাদেশ, ...