ঢাকায় ঢুকতে ব্যাপক তল্লাশি
বিএনপির শনিবারের মহাসমাবেশ সামনে রেখে ঢাকায় প্রবেশের সড়ক–মহাসড়কে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঢাকায় কেন আসছেন, তার কারণ ব্যাখ্যাসহ কাগজপত্র দেখতে চায় তারা। যানবাহনে কী বহন করা হচ্ছে, তা–ও পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা মানিব্যাগ ও ব্যাগে কী আছে তা–ও পরীক্ষা করে তারা। ঢাকার আবদুল্লাহপুর মোড়ে র্যাবের তল্লাশিচৌকি। তল্লাশি করা হচ্ছে গাড়ি ও যাত্রীদের ব্যাগ। বিকেল সাড়ে চারটায় রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার ধউর বেড়িবাঁধ মোড়ে পুলিশের তল্লাশি। মোটরসাইকেল থামিয়ে ব্যাগ পরীক্ষা করছে তারা। বেলা সাড়ে তিনটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ। বিকেল সাড়ে চারটায় ঢাকাগামী মাইক্রোবাসে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। দুপুর ১২টায় সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়...